|
প্রিন্টের সময়কালঃ ০৮ জানুয়ারি ২০২৬ ০৪:৫৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডের প্রত্যন্ত গ্রামে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল


সীতাকুণ্ডের প্রত্যন্ত গ্রামে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি | চট্টগ্রাম


 


 

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সীতাকুণ্ডের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

রোববার মাগরিবের পর বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামে যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়।
 

দোয়া মাহফিলটি আয়োজন করতে সার্বিক সহযোগিতা করেন এইচ এম সাদ্দাম। এতে ৫ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আমজাদ হোসেন, দিদারুল আলম, নুরুল মোস্তফা বাবলু, ইমরান হোসেন, কামরুল হাসান, মুসলিম উদ্দিন, মহিউদ্দিন, আলাউদ্দিন, মোশারফ হোসেন, বাহার উদ্দিনসহ আরও অনেকে।
 

এ ছাড়া এলাকার গণ্যমান্য মুরুব্বি ও স্থানীয় নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬