|
প্রিন্টের সময়কালঃ ১০ নভেম্বর ২০২৫ ০৭:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৫ ০২:৫২ অপরাহ্ণ

১১ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আপেল আমদানি শুরু


১১ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আপেল আমদানি শুরু


দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আপেল আমদানি শুরু হয়েছে। ফল আমদানিতে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন প্রথা চালু থাকায় এতদিন এ পথে আমদানি কার্যক্রম বন্ধ ছিল। তবে রোববার (৯ নভেম্বর) দুপুরে ভারতীয় আপেলবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আবারও শুরু হলো ফল আমদানি।
 

চট্টগ্রামের খাজা আজমির ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রথম দফায় ২৫ টন আপেল আমদানি করেছে। ভারতের মালদার ভাই ভাই এন্টারপ্রাইজ নামের রফতানিকারক প্রতিষ্ঠান এসব আপেল সরবরাহ করেছে।
 

দীর্ঘ বিরতির পর বন্দর দিয়ে ফল আমদানি শুরু হওয়ায় বন্দরের শ্রমিক ও সিঅ্যান্ডএফ (C&F) এজেন্টদের মধ্যে নতুন করে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
 

বন্দরে আমদানি করা পণ্য খালাসের জন্য কাস্টমসে বিল অব এন্ট্রি জমা দেওয়া, পরীক্ষণ ও শুল্কায়নসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্নের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট আমদানিকারক ও তাদের মনোনীত সিঅ্যান্ডএফ প্রতিনিধি প্রতিষ্ঠান।
 

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা জানান, “দীর্ঘদিন পর হিলি বন্দর দিয়ে ভারতীয় আপেল আমদানি হয়েছে। তবে এখনো কেউ ফল খালাসের জন্য সার্টিফিকেটের আবেদন করেনি। আবেদন করা হলে পণ্য পরীক্ষা করে দ্রুত সার্টিফিকেট দেওয়া হবে, এরপর কাস্টমস প্রক্রিয়া শেষ করে আমদানিকারকরা খালাস নিতে পারবেন।”
 

বন্দরের ব্যবসায়ী মহল আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে হিলি স্থলবন্দরে ফল আমদানির নতুন অধ্যায় সূচিত হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫