|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মার্চ ২০২৫ ০১:২১ অপরাহ্ণ

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: খাদে পড়ে নিহত ১২


মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: খাদে পড়ে নিহত ১২


অনলাইন ডেস্ক:-

 

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় প্রদেশ নুয়েভো লিওনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। রবিবার এই দুর্ঘটনাটি ঘটে, যেখানে একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০০ ফুট (১২০ মিটার) গভীর খাদে পড়ে যায়।
 

খাদে পড়ে যাওয়ার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়, যা দ্রুত আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার পাঠানো হলেও, ততক্ষণে প্রায় দুই হেক্টর জমি পুড়ে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
 

সান্তিয়াগো পৌরসভার মেয়র ডেভিড দে লা পেনা এক ভিডিও বার্তায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
 

ভ্যানটিতে মোট ১৬ জন যাত্রী ছিলেন, তবে তারা কোথা থেকে আসছিলেন এবং চালকও তাদের মধ্যে ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়, বাকিদের হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তারা বাঁচতে পারেননি।
 

কর্তৃপক্ষের প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে ধোঁয়া উঠছে, বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে এবং একটি হেলিকপ্টার আগুন নেভানোর কাজ করছে।
 

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ মেক্সিকোতে একটি বাস উল্টে ১১ জন নিহত হন। গত মাসে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ হারান ৪১ জন। এছাড়া, গত বছরের শেষ দিকে মধ্য মেক্সিকোয় আরেকটি বাস দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫