মব দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই: সেনাসদরের ব্রিফিং

মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের মব দিয়ে খাটো করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
কর্নেল শফিকুল ইসলাম বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সেনাবাহিনীকে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি। তবে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা পেলেই দায়িত্ব পালনে প্রস্তুত থাকব।”
তিনি আরও জানান, গুম কমিশনের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী ইতিমধ্যে প্রয়োজনীয় সহযোগিতা করেছে এবং করছে। ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “সহযোগিতা করা হচ্ছে না—এমন প্রচার পুরোপুরি গুজব।”
বাংলাদেশি জেলেদের মিয়ানমারে ধরে নিয়ে যাওয়া প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী এ ধরনের ঘটনার প্রতি সতর্ক নজর রাখছে। পাশাপাশি রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে হামলা ও মরদেহ পোড়ানোর ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমরা জনস্বার্থে কাজ করছি। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে বিরূপ প্রচারণা চালানো অত্যন্ত হতাশাজনক।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫