মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।
মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:
শনিবার বিকালে জামালপুরের মাদারগঞ্জে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বালিজুড়ী বাজার সানশাইন স্কুল মাঠে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি আয়োজন করা হয়।
মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য ফায়েজুল ইসলাম লাঞ্জু।
আলোচনা সভাস্থল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ফায়েজুল ইসলাম লাঞ্জু জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং এই দিবসের ঐতিহাসিক গুরুত্বের ওপর আলোকপাত করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫