|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ নভেম্বর ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ণ

মুরাদনগরে শাশুড়ির শরীরে গরম পানি ঢেলে দেওয়ার পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ


মুরাদনগরে শাশুড়ির শরীরে গরম পানি ঢেলে দেওয়ার পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ


ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ 


মুরাদনগরে পারিবারিক দ্বন্দ্বে শাশুড়ি রেজিয়া খাতুনকে (৬০) শারীরিক নির্যাতন ও শরীরে গড়ম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুত্রবধূর বিরুদ্ধে।


 



বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের মুরাদনগর মধ্যপাড়া এলাকায় রাতে শাশুড়ি রেজিয়া খাতুন বাদী হয়ে নিজ ছেলে আমির হামজা ও পুত্রবধূ বিলকিছ বেগমের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শাশুড়ির শরীরে গড়ম পানি ঢেলে দেয় পুত্রবধূ।পুত্রবধূ বিলকিছ বেগম মুরাদনগর উপজেলা সদরের মধ্যপাড়া এলাকার আমির হামজার স্ত্রী।

অভিযোগ সূত্রে জানাগেছে, আমির হামজা তার বোন আছমা বেগমের কাছ থেকে গত ৮ বছর পূর্বে ২ লক্ষ টাকা ধার করেন। সেই টাকা আমির হামজার নিকট তার বোন আছমা বেগম বহুবার চাওয়ার পরও তাকে টাকা না দিয়ায় উল্টো হুমকি ধামকি ও মারধর করে তাড়িয়ে দেন। বুধবার দুপুরে আছমা বেগম তার ভাই আমির হামজার কাছে টাকা চাইতে গেলে আমির হামজা ও তার স্ত্রী বিলকিছ বেগম অকথ্য ভাষায় গালমন্দ করে মারধর
করতে থাকে। এ সময় মা রেজিয়া বেগম এগিয়ে গেলে আমির হামজা ও তার স্ত্রী রেজিয়া বেগমকেও মারধর করতে থাকে। এক পর্যায়ে পুত্রবধু বিলকিছ বেগম শাশুড়ির হাতে ফোটানো গরম পানি ঢেলে দেন এবং ঘরের জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে আমির হামজা। এসময় মা ও মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫