|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুলাই ২০২৫ ০৪:৪১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৫ ০১:৪২ অপরাহ্ণ

গোপালগঞ্জে যৌথ অভিযান, আটক ২০


গোপালগঞ্জে যৌথ অভিযান, আটক ২০


গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে ঘিরে বুধবারের দিনভর সংঘর্ষের পর রাতে কারফিউ জারি করে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয়েছে যৌথ অভিযান।
 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত চলমান অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান।
 

তিনি বলেন, “গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করেছি। এ সময় ২০ জনকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”
 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কারফিউ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫