|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ এপ্রিল ২০২৫ ০৫:২৭ অপরাহ্ণ

নাটোরের লালপুরে ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নারীসহ ৪জন গ্রেফতার।


নাটোরের লালপুরে ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নারীসহ ৪জন গ্রেফতার।


সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোরের লালপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন কে গ্রেফতারের পরে থানা থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায়   নারীসহ ৪জন কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

 

লালপুর থানা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে  তার অনুসারীরা তাকে ছিনিয়ে নেয়ার ১৮ ঘণ্টা পর আবারো তাকে গ্রেফতার করা হয়।
 

বুধবার (০৯ এপ্রিল) দুপুরে নাটোর লালপুর উপজেলার শেষ সীমানা ও পাবনা জেলার ঈশ্বরদী থানার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া সকালে রুবেলের বোনসহ আরো তিনজনকে গ্রেফতার করা হয়। 
 

গ্রেফতারকৃতরা হলেন,
১। মোঃ রুবেল উদ্দিন, (জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক।
২। মোছাঃ রুপা খাতুন (২৫) (রুবেল উদ্দিনের বোন)।
৩। মোছাঃ ফারজানা ইয়াছমিন বৃষ্টি (২০), ও  ৪। মোঃ মাসুদ রানা (কদিমচিলান ইউনিয়নের বাসিন্দা ও যুবদল নেতা)।

 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, কালকের অপ্রীতিকর ঘটনার পরবর্তীতে পুলিশ আসামি ধরতে ব্যাপকভাবে অভিযানে নামে। পরে বুধবার দুপুরে নাটোরের পার্শ্ববর্তী থানা পাবনা জেলার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে ওসি নিজে উপস্থিত ছিলেন। এর আগে সকালে এই ঘটনায় লালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রুবেলের বোনসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। 
 

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি রুবেল উদ্দিনকে গতকাল মঙ্গলবার বিকেলে গৌরিপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। তার পরপরই থানা চত্বরে ছাত্রদল ও যুবদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জড়ো হয়ে থানা থেকে রুবেলকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫