তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আনার সুবিধার্থে ৭টি রুটে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে রেল মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। এ উপলক্ষে তাকে সংবর্ধনা জানাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ঢাকায় আসবেন। তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভ করার আগ্রহ প্রকাশ করেছে দলটি। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও চিঠিতে জানানো হয়।
রিজার্ভের জন্য অনুরোধ করা রুটগুলো হলো— কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা। এসব রুটে একটি করে বিশেষ ট্রেন অথবা অতিরিক্ত বগি বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়েছে বিএনপি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫