|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:৪২ অপরাহ্ণ

জাপানের দুই ওপেনারের বিশ্ব রেকর্ড, ২৫৮ রানের জুটি


জাপানের দুই ওপেনারের বিশ্ব রেকর্ড, ২৫৮ রানের জুটি


হংকংয়ে স্বাগতিক দল, জাপান ও চীনকে নিয়ে চলছে ইস্ট এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে বিশ্বরেকর্ড গড়েছে জাপান। চীনের বিপক্ষে ম্যাচে উদ্বোধনী জুটিতে জাপানের লাচলান ইমামাতো লাকে ও কেন্দেল কাদোওয়াকি ফ্লেমিং মিলে যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়েছেন।


বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চীনের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে নির্ধারিত ২০ ওভারে ২৫৮ রান তোলেন জাপানের লাচলান লাকে ও কেন্দেল ফ্লেমিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলায় যে কোনো জুটিতেই এটি সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। এর আগের সর্বোচ্চ রানের আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও  উসমান গনির দখলে ছিল। ভারতের দেরাদুনে ২০১৯ সালে  আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২৩৬ রান তুলে এই রেকর্ড গড়েছিলেন জাজাই-গনি।


মংকক মিশন রোড গ্রাউন্ডে এই রেকর্ড গড়ার পথে দুজনই সেঞ্চুরি হাঁকান। ২১ বছর বয়সী লাচলান লাকে ৬৮ বলে ৮ চার ও ১২ ছক্কায় ১৩৪ রান এং ২৮ বছর বয়সী কেন্দেল  ফ্লেমিং ৫৩ বলে ৩ চার ও ১১ ছক্কায় ১০৯ রান করেন। তাদের এই জুটি ভাঙতে চীনের অধিনায়ক ওয়েই গুয়ও লেই ৮জন বোলার ব্যবহার করেও সুবিধা করে উঠতে পারেননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই ওপেনারের সেঞ্চুরি পাওয়ার ঘটনাই মোটে দুটি।  জাপানের দুই ওপেনারের শতক হাকানোর আগে ২০২২ সালে বুলগেরিয়ার বিপক্ষে চেক প্রজাতন্ত্রের হয়ে সাবাউন দাভিজি ও ডাইলান স্টেইন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পুরো ২০ ওভার ব্যাট করেও কোনো উইকেট না হারানোর এটি দ্বিতীয় ঘটনা। প্রথমবার এমনটি ঘটে ২০২২ সালের ভালেটা কাপে। বুলগেরিয়ার বিপক্ষে   জিব্রাল্টারের দুই ওপেনার অবিনাশ পাই ও লুইস ব্রুস ২১৩ রানের জুটি গড়েন। তবে কোনো ব্যাটারি সেঞ্চুরি করতে পারেননি।

লাচলান লাকে ও কেন্দেল ফ্লেমিং এদিন টি-টোয়েন্টির এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন । দুজন মিলে ছক্কা  মেরেছেন ২৩টি। গত বছর হাংজুতে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ব্যাটসম্যানরা মেরেছিলেন ২৬টি ছক্কা। নেপাল সেদিন ৩ উইকেটে ৩১৪ রান তুলে গড়েছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টির  ইতিহাসে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।
 
এমন রেকর্ডে ভরা ম্যাচে জাপান পেয়েছে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়। চীন ১৬.৫ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হওয়ায় জাপান জয় পেয়েছে ১৮০ রানে!

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫