দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের

আগের রাউন্ডে মোহামেডানকে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। তাই আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচের পরই কিংসকে চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লিগে আরো দুই রাউন্ড খেলা বাকি। লিগ শেষ হওয়ার আগেই ঘরোয়া ফুটবলে ট্রফি হস্তান্তর কখনো হয়নি। ফলে বিশেষ এক ঘটনাই ঘটছে আজ।
বাফুফে কয়েক বছর আগেও একসঙ্গে কয়েক মৌসুমের প্রিমিয়ার ও জুনিয়র ডিভিশন লিগের ট্রফি হস্তান্তর করেছে। ফেডারেশনের কর্মকর্তারা তখন বুলি আওড়াতেন, 'ফেডারেশন/লিগ কমিটির সভায় পয়েন্ট টেবিল অনুমোদন না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক চ্যাম্পিয়ন-অবনমন বলা যায় না।’ খেলোয়াড়েরা এক ক্লাব থেকে আরেক ক্লাবে যাওয়ায় ট্রফি নিয়ে আর উদযাপন হতো না। ট্রফি জয়ের আনন্দ মূলত মাঠে। এ নিয়ে অনেক সমালোচনার পর গত কয়েক বছর থেকে প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ট্রফি লিগের শেষ দিন প্রদান করছে।
এখন আবার নতুন নিয়ম লিগ শেষের আগেই হস্তান্তর।আজ কিংস অ্যারেনায় চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ফিফা-এএফসি কংগ্রেসে থাইল্যান্ডের ব্যাংকক ছিলেন। আজ দেশে ফিরে কিংস অ্যারেনায় উপস্থিত হওয়ার কথা। টানা পাঁচ লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আজ তাদের ট্রফি উদযাপন করবে আতশবাজি পুড়িয়ে। তবে তাদের মনোযোগ বুধবার ফেডারশেন কাপের ফাইনালে মোহামেডানকে আরেক দফা হারিয়ে মৌসুমে ট্রেবল চ্যাম্পিয়ন হওয়া।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫