|
প্রিন্টের সময়কালঃ ২৫ নভেম্বর ২০২৫ ০৮:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৫ ০৪:৫৬ অপরাহ্ণ

দুদকে চাপ দিলে নাম প্রকাশ করা হবে: ড. মোমেন


দুদকে চাপ দিলে নাম প্রকাশ করা হবে: ড. মোমেন


দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, ভবিষ্যতে যদি কেউ কমিশনে কোনো চাপ সৃষ্টি করতে চেষ্টা করে, তাদের নাম প্রকাশ করা হবে।
 

তিনি এই মন্তব্য করেছেন মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে আয়োজিত একটি মতবিনিময় সভায়।
 

দুদক চেয়ারম্যান আরও বলেন, “পাচারকৃত অর্থ উদ্ধারে আমরা খুব বেশি সফল বলতে পারছি না। তবে আমরা চেষ্টা করছি যেন কোনো ধরনের টাকা পাচার করা না যায়।”
 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫