|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৮:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ ডিসেম্বর ২০২৪ ০৩:২৬ পূর্বাহ্ণ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


ঢাকা প্রেস,মুরাদনগর উপজেলা প্রতিনিধি:-

 

দেবিদ্বার সেনা কেম্পের সদস্যরা ৬ ডিসেম্বর, শুক্রবার দুপুর ১২:৩০টার দিকে মুরাদনগর উপজেলার উত্তর পাড়া বাংলালিংক টাওয়ারের পাশে লালু মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন তারু মিয়া (৬০) এবং মেহেদী হাসান বাবু (১৯)। তারু মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন, যার কারণে এলাকায় মাদক-আসক্ত  এবং অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে।

অভিযানটি পরিচালনা করেন দেবিদ্দার ও মুরাদনগর ৩৮ বীরের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. এনামুল, তার নেতৃত্বে লেন্স কর্পোরাল ফিরোজ, শামীম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

৩৮ বীরের সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনামুল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে, মুরাদনগর উপজেলার সদর এলাকায় উত্তরপাড়া লালু মিয়ার বাড়িতে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন,তখন আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ীর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করি এবং তার বসত ঘর থেকে মাদক সেবনকারী মেহেদী হাসান বাবু সহ মাদক ব্যবসায়ী তারু মিয়াকে আটক সক্ষম হই এবং তার নিজ বসতঘর তল্লাশি করে ছোট ছোট কাগজে মোড়ানো প্যাকেটে থাকা ১ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করি।

পরবর্তীতে আসামিদের মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়।

তারু মিয়া দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কারণে এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়েছে ফলে বাড়ছে অপরাধ। 

মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী তারু মিয়ার কাছে আসা (মাদকআসক্ত) মাদক ক্রেতার সংখ্যা দিন-দিন বেড়েই চলছে,এ-র ফলে এলাকায় বাড়ছে চুরি ডাকাতিরমতো অপরাধ। 

মাদক ব্যবসায়ী তারু মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে।

এলাকার বাসিন্দারা তারু মিয়ার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫