|
প্রিন্টের সময়কালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ০৪:১৭ অপরাহ্ণ

ভাঙ্গায় বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০


ভাঙ্গায় বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন ট্রাকচালক রাশেদ শেখ (২৮) ও তার সহকারী নবীন শেখ (২২)। তারা দুজনই ফরিদপুর জেলার ধলার মোড় এলাকার বাসিন্দা।
 

পুলিশ জানায়, ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গাগামী ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
 

দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
 

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত আটজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
 

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬