বড়াইগ্রামে হুইল চেয়ার, সেলাই মেশিন, ব্রেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

মো. সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রামে সুবিধাভোগীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, ব্রেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে সোমবার (২৮ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ডালিম হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. মিজানুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এমদাদুল হক।
অনুষ্ঠানে মোট ১৬টি হুইল চেয়ার, ৮টি সেলাই মেশিন, ৭৭ জোড়া ব্রেঞ্চ এবং বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এতে উপকারভোগী ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
সামাজিক ও মানবিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম প্রশংসনীয় ভূমিকা রাখছে বলে বক্তারা অনুষ্ঠানে উল্লেখ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫