|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৪ ০৮:০২ অপরাহ্ণ

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের দাবি মমতার


বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের দাবি মমতার


ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়ে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েনেরও প্রস্তাব দিয়েছেন।
 

সোমবার (২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার শীতকালীন অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এই আহ্বান জানান।
 

মমতা বলেন, "বাংলাদেশে আমাদের পরিবার, সম্পত্তি এবং প্রিয়জন রয়েছে। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে যেভাবে পদক্ষেপ নিক না কেন, আমরা তা মানি। তবে ধর্মের ভিত্তিতে যেকোনো নৃশংসতার আমরা তীব্র নিন্দা জানাই। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, এ বিষয়ে ব্যক্তিগত হস্তক্ষেপ করুন।"
 

তিনি আরও বলেন, ভারতের উচিত বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু জাতিসংঘে তুলে ধরা এবং সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়টি বিবেচনা করা। মমতা সতর্ক করে বলেন, "বাংলাদেশে যদি ভারতীয়দের ওপর হামলা হয়, তবে আমরা তা মেনে নেব না। প্রয়োজনে আমাদের লোকজনকে সেখান থেকে ফিরিয়ে আনতে প্রস্তুত আছি।"
 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন মাত্রা যোগ করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫