|
প্রিন্টের সময়কালঃ ০২ মার্চ ২০২৫ ১২:২৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০৩:১০ অপরাহ্ণ

অপরাধের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা নেবে, দলীয় কারণে নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা


অপরাধের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা নেবে, দলীয় কারণে নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা


মঈনুদ্দীন শাহীন ( ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশাসন কোনো দলের ওপর নির্ভরশীল নয়, বরং অপরাধের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, "আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না। দেশের কল্যাণে যা যা প্রয়োজন, তা করা হচ্ছে। প্রশাসনের কোনো সদস্যকে কোনো দপ্তর থেকে বলা হয়নি যে, কোনো দলের লোকজনকে সহানুভূতি দেখাতে হবে। যদি কোনো দলের নেতাকর্মীরা দখল বা অন্য কোনো অপরাধে জড়িত হন, তাহলে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।"
 

শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
 

এ সময় কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, "কক্সবাজারে অপহরণ ও মাদকের বিস্তার বেড়েছে। প্রায়শই গণমাধ্যমে বিষয়টি উঠে আসছে। আপনাদের (সাংবাদিকরা) এবং স্থানীয় সচেতন মহল জানেন, কারা এসব কর্মকাণ্ডে জড়িত।"
 

তিনি প্রশাসনের একটি সমস্যার কথা উল্লেখ করে বলেন, "আমাদের প্রশাসনে একটি রোগ রয়েছে, তা হলো ক্ষমতায় আসার সম্ভাবনা দেখে কোনো দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। তবে এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা থাকে না।"
 

রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, "আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কাগজে কলমে ১২ লাখ রোহিঙ্গি থাকলেও প্রকৃত সংখ্যা তার চেয়েও বেশি। তারা আমাদের জন্য একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাদের প্রত্যাবাসন ছাড়া সীমান্ত এলাকার অপরাধ কর্মকাণ্ড থামানো সম্ভব নয়। তবে তাদের দ্রুত প্রত্যাবাসনও সম্ভব নয়। রোহিঙ্গাদের নিয়ে আমরা এখন শাঁখের করাতে রয়েছি।"
 

এছাড়া, মিয়ানমারের সঙ্গে বাণিজ্য সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, "মিয়ানমারের সঙ্গে আমাদের আমদানি-রপ্তানি বাণিজ্য রয়েছে। তবে আরাকান আর্মি রাখাইন রাজ্য দখল করার পর থেকে বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তারা অনেক জাহাজ আটকে রেখেছে এবং অনেক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এই কারণে দেশের সীমান্ত সুরক্ষা এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫