|
প্রিন্টের সময়কালঃ ১৮ এপ্রিল ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুন ২০২৩ ০৫:০৯ অপরাহ্ণ

নন ক্যাডার নিয়োগের সংশোধিত বিধি পাস হওয়ার প্রজ্ঞাপন জারি


নন ক্যাডার নিয়োগের সংশোধিত বিধি পাস হওয়ার প্রজ্ঞাপন জারি


ন ক্যাডার নিয়োগের সংশোধিত বিধি পাস হওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই প্রজ্ঞাপনটি আপলোড করা হয়েছে। এই বিধির প্রজ্ঞাপন হওয়ার মাধ্যমে নন ক্যাডার নিয়োগের গতি ত্বরান্বিত হলো। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এখন দ্রুত সময়ের মধ্যে নন ক্যাডারদের নিয়োগ দেওয়ার কাজটি শেষ করবে বলে জানা গেছে। 

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, এত দিন নন ক্যাডার বিধিটি পাস করার অপেক্ষায় ছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী এটি পাস করেছেন। সেটি আজ প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে। এখন দ্রুত সময়ের মধ্যে ৪০তম বিসিএস থেকে নন ক্যাডারদের নিয়োগ করবে পিএসসি।


এ বিষয়ে জানতে চাইলে পিএসসির নন ক্যাডার শাখার একজন কর্মকর্তা আজ বিকেলে প্রথম আলোকে বলেন, নন ক্যাডার নিয়োগের সংশোধিত বিধির প্রজ্ঞাপন হাতে পেয়েছি। এখন যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়নের কাজ করা হবে। ৪০তম বিসিএসের নন ক্যাডারের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য আমরা বেশ কিছু কাজ এগিয়ে রেখেছি। এখন দ্রুত সময়ের মধ্যে নিয়োগের সুপারিশ করা হবে। 

তবে সে জন্য আমাদের কিছু কাজ করতে হবে সেগুলো এগিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়েছে। প্রার্থীদের চয়েস অপশন দেওয়ার কাজটি প্রথমে করা হবে। এ সংক্রান্ত নোটিশ জারি করার কাজটি চলমান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫