|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪৩ অপরাহ্ণ

শেরপুরের পাঁচ থানার ওসি বদলি: নতুন নিয়োগ


শেরপুরের পাঁচ থানার ওসি বদলি: নতুন নিয়োগ


ঢাকা প্রেস
শেরপুর প্রতিনিধি:-


জেলার পাঁচটি থানার ওসিকে বদলি করা হয়েছে। বুধবার রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

 

কোন কোন থানার ওসি বদলি হলেন?

শেরপুর সদর থানা: মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

নকলা থানা: মো. আব্দুল কাদের মিয়া,

ঝিনাইগাতী থানা: বশির আহামেদ বাদল,

শ্রীবরদী থানা: কাইয়ুম খান সিদ্দিকী এবং

নালিতাবাড়ী থানা: মো. মনিরুল আলম ভূইয়াকে সিআইডি পুলিশে বদলি করা হয়েছে।
 

কখন থেকে নতুন দায়িত্ব পালন করবেন?

বদলি হওয়া ওসিদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
 

এর আগেও হয়েছিল বদলি

উল্লেখ্য, গত নির্বাচনের আগেও শেরপুরের এই পাঁচটি থানার ওসিদের এক থানা থেকে অন্য থানায় বদলি করা হয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫