চারঘাটে মরহুম কামরুজ্জামান ঝড়ু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
মোঃ শফিকুল ইসলাম চারঘাট( রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মরহুম কামরুজ্জামান ঝড়ু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আশকর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল সালেক আদিল, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকারসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন ৬ নং ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, ডাকরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুজ্জামান লেলিন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক আলী, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, যুবদলের সাবেক সভাপতি আহসান হাবীব কাজিম, যুবনেতা সোহানুর রহমান আন্দোলন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ বলেন, “মরহুম কামরুজ্জামান ঝড়ুর স্মৃতিকে স্মরণ করে আমরা সমাজ থেকে মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূলে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করছি। এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে।”
তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি সমাজ গঠনের একটি শক্তিশালী উপায়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করা যায় এবং সমাজে শৃঙ্খলা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।”
এইভাবে মরহুম কামরুজ্জামান ঝড়ুর স্মৃতিকে স্মরণ করে শুরু হলো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫, যা চারঘাটের ক্রীড়াপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫