চাঁদপুরে কিশোর অটোচালক হত্যাকাণ্ডে ৩ আসামি গ্রেপ্তার

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কিশোর অটোচালক মহিন মিয়াজী (১৭) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার মো. রাব্বি (২৬), মো. জসিম (২৬) এবং মো. ইসমাইল হোসেন (৪৪)।
পুলিশ সুপার জানান, গত ১ ডিসেম্বর কিশোর মহিন মিয়াজী হত্যার ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে ওসি মোহাম্মদ সালেহ আহমেদের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়।
তদন্তের মাধ্যমে প্রথমে প্রধান আসামি মো. রাব্বি ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২ ডিসেম্বর অভিযান চালিয়ে জসিম ও ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইসমাইলের হেফাজত থেকে হত্যার শিকার মহিনের অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়।
এসপি আব্দুর রকিব জানান, ২৯ নভেম্বর দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে আসামি সুজন কিশোর চালক মহিনকে ফোন করে মতলব ধনারপাড়ে আসতে বলেন। মহিন তাদের ডাকে সাড়া দিয়ে সেখানে গেলে, তাকে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। পরে সন্ধ্যায় খাদেরগাঁও ইউনিয়নের বেলুতি গ্রামের গোলগেইল্যা খালের পাড়ে নিয়ে গিয়ে কৌশলে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর অটোরিকশাটি ইসমাইলের গ্যারেজে নিয়ে যাওয়া হয় এবং এর ব্যাটারিগুলো ২৩,৫০০ টাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করা হয়।
গ্রেপ্তারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এসপি জানান, এ মামলার আরেক পলাতক আসামি সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হত্যার শিকার মহিন মিয়াজী উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছিল উদ্দিন মিয়াজীর ছেলে।
প্রেস ব্রিফিংয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালেহ আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫