|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪৪ অপরাহ্ণ

বগুড়ায় ভাষাশহীদদের প্রতি বিদেশি নাগরিকদের শ্রদ্ধা


বগুড়ায় ভাষাশহীদদের প্রতি বিদেশি নাগরিকদের শ্রদ্ধা


বগুড়া প্রতিনিধি:-

 

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ২৫ জন বিদেশি নাগরিক। শুক্রবার সকালে তারা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
 

ইতালি, নেপাল, মালয়েশিয়া ও ভারত থেকে আগত এই বিদেশি নাগরিকরা শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। তারা মূলত পঞ্চম বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন।
 

আলোচনা সভায় ইতালির চলচ্চিত্র নির্মাতা আলবার্তো স্টারোস্টা বলেন, ‘বাংলাদেশের মানুষের হৃদয় অনেক বড়। ভাষার জন্য তাদের যে আত্মত্যাগ, তা আজ সারা বিশ্বে স্বীকৃত। এবারের উদযাপন আমার জন্য বিশেষ, কারণ বাংলাদেশে থেকে সরাসরি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছি।’
 

মালয়েশিয়ার চলচ্চিত্র নির্মাতা জুনিয়া আনিলিক বলেন, ‘আমাদের দেশেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। কিন্তু বগুড়ায় এসে এই আয়োজন দেখে আমরা অভিভূত। এখানকার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। আশা করি, তারা তাদের ভাষাকে আরও প্রসিদ্ধ করবে।’
 

বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে। এতে ২৫ জন বিদেশি নাগরিক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’
 

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। পরবর্তীতে, বিদেশি অতিথিরা এবং প্রতিষ্ঠানপ্রধান চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক অলোক পাল এবং তাসনিম ত্রয়ী।
 

এদিকে, জেলা প্রশাসন ও জাসাস শহীদ খোকন পার্কে সাত দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে। পাশাপাশি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫