|
প্রিন্টের সময়কালঃ ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে পাপিয়ার গণসংযোগ


চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে পাপিয়ার গণসংযোগ


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া গণসংযোগ করেছেন।


১৩/০৯/২৫ ইং শনিবার বিকেল ৩ টায় নাচোল বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্যে তিনি এ আসনে মনোনয়নের ভিড়ে তিনিও একজন প্রার্থী হিসেবে বিএনপির ৩১ দফা প্রচার করেন। তিনি দলের মধ্যে বিভক্তি দুর করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার দিক নির্দেশনায় আগামীতে ধানের শীষ প্রতীকে একজোট হয়ে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


গণসংযোগকালে আড্ডা, ধানশুরা, সোনাইচন্ডি, ভোলারমোড়, নাচোল বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য রাখেন। এসময় প্রায় দুইশতাধীক দলীয় দলীয় নেতা-কর্মী মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন নাচোল বাসস্ট্যান্ডের পথসভায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫