সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার হবে: আইন উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ
সাইবার নিরাপত্তা আইনের আওতায় দেশে থাকা সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল জানান, আগামী সাত দিনের মধ্যে সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে আইনটি সংস্কারের জন্য কাজ শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দেওয়ানি ও ফৌজদারি আইন সংস্কারের কাজ চলছে। ছয় মাসের মধ্যে সংশোধনযোগ্য সব আইন সংস্কারের কাজ শেষ করবে আইন মন্ত্রণালয়।
উচ্চ আদালতের বিচারক নিয়োগের বিষয়ে তিনি বলেন, আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়া হলেও এখন থেকে এটি হবে দক্ষতা ও দলনিরপেক্ষতার ভিত্তিতে। এ জন্য সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ কার্যকর করা হবে।
হাসিনাকে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, তাকে ফেরত না দিলে ভারত প্রত্যর্পণ আইন লঙ্ঘন করবে। তাকে দেশে ফেরাতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫