গাইবান্ধায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল এর আগমন

সিরাজুল ইসলাম রতন পলাশবাড়ী প্রতিনিধি :---
ঢাকা প্রেসঃ
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও দ্য ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাকটিভিটিজের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ডা. নাটালিয়া কানেম গাইবান্ধায় অবস্থান করছেন।
আজ মঙ্গলবার (১৪ মে) সকাল ৯টায় ঢাকা থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে তিনি গাইবান্ধা জেলা সদরের তুলশীঘাটের হেলিপ্যাডে অবতরণ করেন।
এ সময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা প্রশাসনের পক্ষে জুয়েল মিয়া আন্ডার সেক্রেটারি জেনারেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর সড়ক পথে গোবিন্দগঞ্জ উপজেলার শাপমারা ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল কমিউনিটির জনগণের জীবনমানের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
তিনি দুপুরে গাইবান্ধা সদর থানায় স্থাপিত নারী শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কর্মকাণ্ড পরিদর্শন করবেন।
বেলা ২টার দিকে তিনি গাইবান্ধার বেসরকারি প্রতিষ্ঠান গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীদের সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিজেদের সহনশীল করার বিষয়াদি নিয়ে মতবিনিময় শেষে ঢাকায় ফিরবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫