|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৮:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ আগu ২০২৪ ০৬:২৪ অপরাহ্ণ

খাগড়াছড়িতে পাহাড় ধস: আনসার ও ভিডিপির দ্রুত উদ্ধার কাজ


খাগড়াছড়িতে পাহাড় ধস: আনসার ও ভিডিপির দ্রুত উদ্ধার কাজ


ঢাকা প্রেস নিউজ


শনিবার সকালে খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পাহাড় ধসে যাওয়ায় ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট এই দুর্যোগে হিল আনসার ও হিল ভিডিপির দ্রুত উদ্ধার কাজের ফলে স্বল্প সময়ের মধ্যে সড়ক যোগাযোগ সচল করা সম্ভব হয়েছে।

 

জানা যায়, শুক্রবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাংগা উপজেলার আলুটিলায় পাহাড় ধসে যায়। এতে খাগড়াছড়ি জেলার সঙ্গে বাইরের জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
 

খাগড়াছড়ি জেলা কমান্ডান্ট মো. আরিফুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত হিল আনসার, হিল ভিডিপি ও ভাতাভোগী সদস্যদেরকে সড়ক উদ্ধার কাজে নিয়োজিত করেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক যান চলাচলের উপযোগী করা সম্ভব হয়েছে।
 

তিনি আরও জানান, পাহাড়ধসসহ ভূমিধসের মতো যে কোনো দুর্যোগ মোকাবেলায় জেলার সকল আনসার ভিডিপি সদস্যকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। তারা যে কোনো সময় উদ্ধার কাজে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫