|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৪:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জানুয়ারি ২০২৫ ০১:৫৬ অপরাহ্ণ

বিচারপতির কাছে চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার


বিচারপতির কাছে চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার


ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:

 

গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের নিকট ৫০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে ফুলছড়ি থানা যুবদলের যুগ্নআহ্বায়ক আকতারুজ্জামান আক্তার হোসেনকে গ্রেফতার করেছ পুলিশ।


বুধবার (১ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করে ফুলছড়ি থানা পুলিশ। গ্রেফতারকৃত আকতারুজ্জামান উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে। সে  ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক।


বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো: হাফিজুর রহমান। দুপুরে বিচারপতি জনাব খুরশীদ আলম  তার বাসভবনের সামনে পায়চারি করছিলেন। এ সময় আকতারুজ্জামান বিচারপতির কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।


ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫