|
প্রিন্টের সময়কালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৫ অপরাহ্ণ

চাঁদপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার


চাঁদপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার


চাঁদপুর প্রতিনিধি:-

 

চাঁদপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় এক ভাড়াটিয়া দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। স্ত্রীর মরদেহ ফ্লোরে এবং স্বামীর মরদেহ রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
 

নিহতরা হলেন, সবুজ আহমেদ (৪০) এবং তার স্ত্রী শিউলী আক্তার (৩৫)। তারা ৫-৬ মাস ধরে শাহজাহান পাটোয়ারীর ওই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। শিউলী আক্তার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
 

ভবনের মালিক শাহজাহান পাটোয়ারী জানান, দুপুরে শিউলীর মা যখন দরজা খোলা দেখতে পাননি, তখন তারা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 

চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, প্রথমে ৯৯৯-এ কল পেয়ে এসআই শফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে রুমের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কারণে তাদের আত্মহত্যা হতে পারে। তবে শিউলীর গলায় আঘাতের চিহ্ন এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫