|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৪:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৪ ০৩:৩৯ অপরাহ্ণ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু


হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু


ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-
 

ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত তিনদিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এ পরিস্থিতিতে, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে ভারতীয় ব্যবসায়ীরা সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধ করে দেন।
 

স্লট বুকিং পুনরায় চালু হওয়ার পর, বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে পেঁয়াজবোঝাই ৫টি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। এর মাধ্যমে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। তবে, পেঁয়াজ আমদানি হলেও আলু আমদানি এখনও হয়নি। এ তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
 

তিনি জানান, ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজ ও আলু রপ্তানি করতে পারেননি, যার ফলে তাদের বিপুল ক্ষতি হয়েছে। এই কারণে তারা সকল রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেন। তবে, রাতে সমস্যার সমাধান হলে বুধবার সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। এখনও আলু আমদানি না হলেও, দ্রুত সময়ের মধ্যে সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
 

এদিকে, ভারত থেকে আমদানি বন্ধের কারণে চাল, পেঁয়াজ ও আলুর দাম বেড়ে গেছে। মাত্র তিনদিনের ব্যবধানে জিরাশাইল ও সম্পাকাটারী চালের দাম বেড়েছে। জিরাশাইল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৭০ টাকায় এবং সম্পাকাটারী চাল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৬৮ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে, ভারতীয় পেঁয়াজের দাম কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৮০ টাকা এবং ভারতীয় আলুর দাম কেজি প্রতি ১২ টাকা বেড়ে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
 

হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ টন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ টন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫