নাটোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়াইগ্রাম থানার গোলাম সারওয়ার

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোর জেলার সাতটি থানার মধ্যে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বড়াইগ্রাম থানার ওসি মো. গোলাম সারওয়ার হোসেন।
গত মঙ্গলবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভার সভাপতি ও নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিজ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেনের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), সিআইডি প্রতিনিধি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও কর্মতৎপরতার স্বীকৃতি হিসেবে ওসি গোলাম সারওয়ার হোসেনকে এ সম্মাননা প্রদান করা হয়। থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, জনবান্ধব পুলিশিং চালু রাখা এবং সামাজিক নিরাপত্তা বজায় রাখতে তার অসামান্য ভূমিকা বিবেচনা করে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অফিসারকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি চাঁদাবাজি দমন, রাত্রিকালীন টহল জোরদার, চুরি-ডাকাতি ও দস্যুতা নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫