দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আহ্বান জোবায়েরপন্থীদের

ঢাকা প্রেস নিউজ
তাবলিগ জামাতের সাদপন্থিদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে আগামী ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা, যাদেরকে শুরা-ই-নেজাম নামেও চেনা হয়।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে জোবায়েরপন্থিরা এই কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে সাম্প্রতিক হামলার পেছনে সাদপন্থিদের হাত রয়েছে। তাদের দাবি, যদি এই দাবি পূরণ না হয়, তবে ২৫ জানুয়ারি দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
মাওলানা নাজমুল হাসান কাসেমী, যিনি জোবায়েরপন্থি হিসেবে পরিচিত, বলেন, ‘টঙ্গীর ইজতেমা ময়দানে অতীতেও সাদপন্থিরা হামলা ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন। ২০১৮ সালেও একই রকম ঘটনা ঘটেছে। সেই সময় সঠিক বিচার হলে ২০২৪ সালের ডিসেম্বরে এই ধরনের হামলা ও হত্যার ঘটনা ঘটত না। এবারও যদি হামলাকারীরা শাস্তি না পায়, তাহলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে। আমরা দাবি জানাচ্ছি, সাদপন্থিদের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির সঙ্গে যোগসাজশ রয়েছে এবং সরকার যেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫