|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুন ২০২৩ ০৪:৫৯ অপরাহ্ণ

পাঠদান অনুমতি বাতিল হতে পারে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানের


পাঠদান অনুমতি বাতিল হতে পারে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানের


শিক্ষার্থী ভর্তি নীতিমালা অমান্য করে অতিরিক্ত ফি আদায় করার কারণে বাতিল হতে পারে ৭টি স্কুল-কলেজের পাঠদান অনুমতি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি ডেমরা থানাধীন, বাকি ৬টি মিরপুরে অবস্থিত। গতকাল বুধবার ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, এসব বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিজ মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি নীতিমালা-২০২২ এ নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদান অনুমতি কেন বাতিল করা হবে না তা সাত কর্মদিবসের মধ্যে জানাতে হবে।


নোটিশপ্রাপ্ত মিরপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, এস ও এস হারম্যান মেইনার কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, চেতনা মডেল একাডেমী, বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ ও গ্রীণ ফিল্ড কলেজ। এ ছাড়া ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের দপ্তরে জবাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫