|
প্রিন্টের সময়কালঃ ০৩ এপ্রিল ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মার্চ ২০২৫ ০৪:০১ অপরাহ্ণ

মাদ্রাজী শাহ পাড়া প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন: চ্যাম্পিয়ন খামার বাড়ি রাইডার্স


মাদ্রাজী শাহ পাড়া প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন: চ্যাম্পিয়ন খামার বাড়ি রাইডার্স


ক্রীড়া প্রতিবেদন (চট্টগ্রাম):-


নগরীর ৩৯ নং ওয়ার্ডের মাদ্রাজী শাহ পাড়া ক্রীড়া সংগঠনের উদ্যোগে প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় খামার বাড়ি রাইডার্স চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।


 



গতকাল রাতে অনুষ্ঠিত ফাইনালে খামার বাড়ি রাইডার্স খুব সহজেই শক্তিশালী মাদ্রাজী শাহ ওয়ারিয়র্স কে পরাজিত করে। 

 



৬ উইকেটে হারিয়েছে প্রথম ঘরোয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে খামার বাড়ি রাইডার্স।১০ টিমের সপ্তাহ ব্যাপী আয়োজনের শেষ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক , রাজনৈতিক ও ক্রীড়া সংগঠক মোঃ মোজাদ বারেক, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার মোহাম্মদ সালাহ উদ্দিন বাদশা,বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এমবিএম মুক্তাদির আহমদ স্যার, সমাজসেবক, শিক্ষাবিদ মোঃ আব্দুর রহমান, সংগঠক মোঃ আব্বাস উদ্দিন ।


ক্রীড়া উপ কমিটির আহ্বায়ক মোঃ মাইনুদ্দিন বারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক মোঃ টিটু, সোলায়মান, ইলিয়াস হোসেন, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, হাসান শাহ, ওয়াসিম আকরাম,লিটন ,অনিক আলমগীর, হেলাল উদ্দিন সহ- বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ইকবাল হোসেন, আরিফ ও জহির উদ্দিন সরকার। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫, রানার্স আপ -৩ হাজার নগদ টাকা সহ সেরা খেলোয়াড়,সু-শৃঙ্গলদলের ট্রফি,ম্যান অফ দা সিরিজ, সেরা বোলিং ও সেরা উইকেট গ্রহণ করা খেলোয়াড়, সেরা দর্শক ও একজন পুরুস্কৃত হন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫