|
প্রিন্টের সময়কালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০৫:২৫ অপরাহ্ণ

ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২৭ জন আটক


ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২৭ জন আটক


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২২ ডিসেম্বর) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 


 

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু ও ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। বিজিবি জানায়, তারা কেউই পাসপোর্ট বা বৈধ ভ্রমণ নথি ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা বিভিন্ন সময়ে পাসপোর্টবিহীনভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন এবং ফেরার সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। পরে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিজিবির টহল দলের হাতে তারা আটক হন।
 

বর্তমানে আটক ব্যক্তিদের পরিচয়, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের লক্ষ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 

মহানন্দা ব্যাটালিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫