|
প্রিন্টের সময়কালঃ ২৫ নভেম্বর ২০২৫ ০৮:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৫ ০৩:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামে ধর্ম উপদেষ্টার মন্তব্য: “ধর্ম ছাড়া শিক্ষা মানুষকে বিপদগামী করে তুলতে পারে”


চট্টগ্রামে ধর্ম উপদেষ্টার মন্তব্য: “ধর্ম ছাড়া শিক্ষা মানুষকে বিপদগামী করে তুলতে পারে”


হোসেন বাবলা, চট্টগ্রাম:


চট্টগ্রামের এক অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, ধর্মবোধহীন শিক্ষা মানুষকে বিপদগামী হওয়ার দিকে ঠেলে দিতে পারে। তিনি আরও বলেন, আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সুষ্ঠু সমন্বয় ঘটালে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

ড. খালিদ এই মন্তব্য করেন নগরীর জিইসি মোড়ে ওয়েল পার্ক রেসিডেন্সে, আসসুন্নাহ মডেল মাদরাসার বার্ষিক মাহফিল ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।
 

তিনি আরও বলেন, বিশ্বের সকল উন্নত দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে উপাসনালয় সংযুক্ত থাকে। সাধারণ শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয় না থাকলে মানুষ সহজেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। তিনি সতর্ক করে বলেন, শিক্ষা থেকে ধর্মকে আলাদা করলে সমাজে ডাকাত ও মাস্তান তৈরি হতে পারে।
 

ড. খালিদ হোসেন দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। নির্বাচনে যারা জয়ী হবেন, তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেওয়া হবে। তবে, পুরানো জাহেলি যুগ আর ফিরে আসবে না।
 

তিনি আরও বলেন, দেশের দারিদ্র্য, দুর্নীতি, সুদ, ঘুষ ও চাঁদাবাজমুক্ত করতে হলে আল্লাহভীত ও নৈতিক চরিত্রসম্পন্নদেরকে নেতৃত্ব দিতে হবে। যাদের অন্তরে আল্লাহভীতি আছে এবং যাদের চরিত্র ইস্পাতের মতো দৃঢ়, তাদের নির্বাচিত করতে হবে। ২০২৬ অথবা দূরবর্তী ভবিষ্যতে, বাংলাদেশকে আদর্শিক রাষ্ট্রে রূপান্তর করতে তরুণ ও যুবকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
 

অনুষ্ঠানটি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম ও মাদরাসার প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম আযহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দীন কাদেরীড. হুমায়ুন কবির খালভী, উম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আবুল কালাম আল আজাদ, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ এবং কোর্টহিল জামে মসজিদের খতিব শায়েখ নাসির উদ্দীন। মাদরাসার পরিচালক মুফতি মাসউদুর রহমানও বক্তব্য দেন।
 

অনুষ্ঠানের শেষে উপদেষ্টা ড. খালিদ হোসেন ২০২৫ সালে আসসুন্নাহ মডেল মাদরাসার হিফয বিভাগের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র বিতরণ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫