|
প্রিন্টের সময়কালঃ ২৮ আগu ২০২৫ ০৭:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ০৩:৩২ অপরাহ্ণ

ধানখেত থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার


ধানখেত থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার


ঢাকা প্রেস,কুয়াকাটা প্রতিনিধি:-

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামে এক বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি ৪ ফুট দৈর্ঘ্যের এবং এটি এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা উদ্ধার করেন।
 

রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাজেম আলী হাওলাদারের ধানখেতের জালে আটকা পড়ে সাপটি। খবর পেয়ে, এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর উদ্ধারকর্মী মাসুদ হাসান ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন। মাসুদ হাসান জানান, সাপটি কালো রঙের শরীরে হলুদ ডোরায় ঢাকা ছিল এবং কৃষকের ধানখেতে জালের মধ্যে আটকা পড়েছিল। তারা সাপটিকে নিরাপদে উদ্ধার করে পরে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন। সাপটিকে স্থানীয়রা "দু'মুখো সাপ" নামেও চেনেন।
 

কৃষক কাজেম আলী বলেন, "আমার ধানক্ষেতের পাশের জালে সাপটি আটকা পড়ে। আমরা সাপটি মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সদস্যরা এসে সাপটি উদ্ধার করেন।"
 

এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর টিম লিডার রাকায়েত আহসান জানান, শঙ্খিনী সাপটি সাধারণত শান্ত ও লাজুক স্বভাবের। মানুষ থেকে এসব সাপ দূরে থাকে এবং বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। সুতরাং, এটি মানুষের জন্য হুমকি নয়। তবে শিকারে দ্রুত এবং অন্য বিষাক্ত সাপ খেয়ে সাবাড় করে দেয়।
 

তিনি আরও জানান, সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়েছে। চলতি বছরে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫