|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুলাই ২০২৫ ০৬:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৫ ০৩:০৫ অপরাহ্ণ

গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে অতিরিক্ত কারা মহাপরিদর্শক, হামলার পর নিরাপত্তা জোরদার


গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে অতিরিক্ত কারা মহাপরিদর্শক, হামলার পর নিরাপত্তা জোরদার


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে ঘিরে সংঘর্ষ এবং জেলা কারাগারে হামলার পর পরিস্থিতি সরেজমিনে দেখতে গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর।
 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটে তিনি কারাগারে পৌঁছান। এ সময় কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও গোপালগঞ্জ জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। পরে তিনি কারাগারের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
 

পরিদর্শন শেষে কর্নেল তানভীর সাংবাদিকদের বলেন, "বুধবারের ঘটনায় সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। এজন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। বর্তমানে কারাগারে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের আশঙ্কা এড়াতে সেনাবাহিনী, বিজিবি ও কারারক্ষীরা সতর্ক অবস্থানে রয়েছে।"
 

উল্লেখ্য, বুধবার বিকেলে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বিকেলেই একদল দুর্বৃত্ত জেলা কারাগারে হামলা চালায়। কারাগারের বাইরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পরপরই রাতভর সেনাবাহিনী, বিজিবি এবং কারা রক্ষীরা কারাগারের চারপাশে নিরাপত্তা বলয়ে অবস্থান নেয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫