|
প্রিন্টের সময়কালঃ ২৬ আগu ২০২৫ ০৬:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ আগu ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

মাদারগঞ্জে নব্য চর গ্ৰামের রাস্তার বেহাল অবস্থা দেখার কেউ নেই।


মাদারগঞ্জে নব্য চর গ্ৰামের রাস্তার বেহাল অবস্থা দেখার কেউ নেই।


জেলা প্রতিনিধি (জামালপুর):-
 


জামালপুরে মাদারগঞ্জে ১নং চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর বাজার  এলাকার প্রধান রাস্তাটির অবস্থা দীর্ঘ কয়েক বছর ধরে  বেহাল দশা। এটা দেখার কেউ নেই,রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিদিন সাধারণ মানুষ, স্কুলগামী শিক্ষার্থী অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
 

বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ ধারণ করছে। রাস্তার গর্তে পানি জমে চলাচল অসম্ভব হয়ে পড়েছে। অনেকেই পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছেন। ব্যবসায়ী ও কৃষকরা তাদের পণ্য পরিবহনে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
 

তাই এলাকার মানুষ হতাশ হয়ে প্রতিবাদস্বরূপ এই ভগ্নপ্রায় রাস্তায় ধান রোপণ করতে বাধ্য হয়েছেন। এটি কেবল একটি প্রতীকী প্রতিবাদ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয়রা দ্রুত  সংস্কারের দাবি জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫