|
প্রিন্টের সময়কালঃ ১৬ এপ্রিল ২০২৫ ০৯:৪১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ মে ২০২৩ ০৬:২৩ অপরাহ্ণ

পরিচালকের কটাক্ষের শিকার ঐশ্বরিয়া


পরিচালকের কটাক্ষের শিকার ঐশ্বরিয়া


লিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 'দ্যা কাশ্মীর ফাইলস'-এর মতো সিনেমা তৈরি করে বক্স অফিসে নজির গড়েছেন তিনি। পরিচালক হিসেবে জনপ্রিয়তা থাকলেও বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলে মাঝেমধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

সেই ধারাবহিকতায় এবার কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ফ্যাশন সেন্সকে কটাক্ষ করলেন দ্যা কাশ্মীর ফাইলসের পরিচালক। এদিকে টুইটারে রাই সুন্দরীকে খোঁচা মারতেই বিবেককে ধুয়ে দিয়েছেন সোশ্যাল বাটারফ্লাই উরফি জাভেদ।


হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন আনুযায়ী, টুইটারে কান উৎসবে ঐশ্বরিয়ার ফ্যাশনকে হাসির খোরাক বানিয়েছেন। টুইটে পরিচালক লিখেছেন,’আপনারা কোনও দিন কস্টিউম স্লেভস কথাটি শুনেছেন? আর মেয়েরাই এই ঘটনার সঙ্গে বেশি যুক্ত। ভারতের বেশিরভাগ অভিনেত্রীদেরই আজকাল এই ধরনের কস্টিউমে দেখা যায়। এই ধরনের বোকা বোকা ও অস্বস্তিকর ফ্যাশন সেন্সের কী অর্থ?’


তবে রাই সুন্দরীকে কটাক্ষ করার পাল্টা জবাবও পেয়েছেন তিনি। শুক্রবার টুইটে বিবেকেকে একহাত দেখে নিয়েছেন বোল্ড ফ্যাশন সেন্সের জন্য  চর্চায় থাকা উরফি জাবেদ। পাল্টা টুইটে তিনি লেখেন, 'আমি জানতে চাই আপনি কোন ফ্যাশন স্কুল থেকে ডিগ্রি নিয়েছেন। আপনাকে দেখে যেন মনে হয় ফ্যাশন নিয়ে কত ধারণা রয়েছে। ফ্যাশন মুভিটাই তো পরিচালনা করতে পারতেন।'

প্রসঙ্গত, কানের রেড কার্পেটে সোফি কাউচারের ডিজাইন করা ড্রেসে ভক্তদের নজরকেড়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। হুডিওয়ালা গাউনের সামনে একটা কালো রঙয়ের বেশ বড় সাইজের বো। আর নীচে সিলভার ডিজাইন করা একটা অংশ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫