|
প্রিন্টের সময়কালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২৬ অপরাহ্ণ

মুরাদনগরে ইসলামী ছাত্রশিবিরের ফ্রি রক্তের নির্ণয় ক্যাম্পেইন


মুরাদনগরে ইসলামী ছাত্রশিবিরের ফ্রি রক্তের নির্ণয় ক্যাম্পেইন


আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-

 


 

কুমিল্লার মুরাদনগরে মুরাদনগরে ইসলামী ছাত্রশিবিরের সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুরাদনগর দক্ষিণ কিশোর কন্ঠ পাঠক ফোরাম। গতকাল রবিবার(৭ সেপ্টেম্বর) সকালে মুরাদনগর উপজেলা জাহাপুর কে কে একাডেমি এন্ড কলেজ এক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে  সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দঃ মুরাদনগর ইসলামি ছাত্রশিবির সভাপতি আরিফুল ইসলাম  এবং মুরাদনগর দক্ষিণ ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি নেয়ামুল হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আঃ মান্নান সরকার, সেক্রেটারি মাওলানা কবির হুসাইন, মাওলানা আবদুল কাইয়ূম, জাহাপুর ইউনিয়ন জামায়াত নেতা শরীফ সরকার, নাজমুল হাসান, বিশিষ্ট ব্যাবসয়ী হারুন, আঃ সাত্তার, মহসিন মিয়া, পলাস ভুঁইয়াসহ জাহাপুর কে কে একাডেমির শিক্ষকবৃন্দ।


তিনি বলেন, যা কিছু সত্য,সুন্দর আর কল্যাণকর তার সাথেই ইসলামী ছাত্রশিবির। ছাত্র শিবির সুন্দর আর কল্যাণকর কর্মসূচির মাধ্যমে এদেশের ছাত্র সমাজের আস্থা এবং বিশ্বাসের নাম হয়ে উঠছে। সন্ত্রাস আর নৈরাজ্যের বিপরীতে ছাত্র শিবির মেধা,সততা আর যোগ্যতা দিয়ে দেশের সর্বস্তরের মানুষের নির্ভরতার ঠিকানায় পরিণত হয়েছে। ক্যাম্পেইনে ৩শ' জনের অধিক শিক্ষার্থী ও জনসাধারণ তাদের রক্ত গ্রুপ নির্ণয় করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫