ব্র্যাক ব্যাংক এএমএল চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিলো

অনলাইন ডেস্ক:-
সম্প্রতি দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘অ্যান্টি-মানি লন্ডারিং (এএমএল) সচেতনতা ক্যাম্পেইন’-এর চ্যাম্পিয়ন সহকর্মীদের সম্মাননা প্রদান করেছে ব্র্যাক ব্যাংক।
১০ আগস্ট ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শুদ্ধাচার ও কমপ্লায়েন্সে অসাধারণ অবদান রাখা ১১ জন সহকর্মীকে সংবর্ধিত করা হয়। এদের মধ্যে আটজন নির্বাচিত হয় ব্রাঞ্চ ভিত্তিক পারফরম্যান্সের মাধ্যমে এবং তিনজন অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। পাশাপাশি, ক্যাম্পেইনে সর্বাধিক অংশগ্রহণের জন্য ব্যাংকের ডিসট্রিবিউশন নেটওয়ার্ককেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান। এ সময় ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন,
“এএমএল কমপ্লায়েন্স কেবল আমাদের আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা রক্ষা করে না, এটি গ্রাহকদের আস্থাও আরও দৃঢ় করে। ব্যক্তিগত উদ্যোগ ও নৈতিক প্রচেষ্টা ব্যাংকিংয়ে যে দায়িত্বশীল মানদণ্ড প্রতিফলিত করে, এই ক্যাম্পেইনের চ্যাম্পিয়নরা তা সবার সামনে প্রমাণ করেছেন।”
‘বৈধ লেনদেনে সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্য নিয়ে ২০ জুলাই ২০২৫ থেকে এএমএল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়। ব্যাংকের ২,৬০০-এরও বেশি কর্মী এতে অংশগ্রহণ করেন। সোশ্যাল মিডিয়া আউটরিচ, দেশব্যাপী কনফারেন্স, ব্রাঞ্চ-ভিত্তিক কার্যক্রম এবং কুইজের মাধ্যমে সারাদেশে ৯০ লাখেরও বেশি মানুষের কাছে ক্যাম্পেইনের বার্তা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে এএমএল সচেতনতার ক্ষেত্রে নিজেদের শীর্ষস্থান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা আরও দৃঢ় করেছে। ব্যাংকটি দেশব্যাপী কমপ্লায়েন্স সংস্কৃতি সম্প্রসারণ এবং নৈতিক, দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিং চর্চা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫