চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান
আগামীর সম্ভাবনা ও রাজনৈতিক-অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে চট্টগ্রামে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে জনসভায় অংশ নেওয়ার আগে নগরীর রেডিসন ব্লু হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ আয়োজনে চট্টগ্রাম নগরী ও আশপাশের অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মতবিনিময়কালে তারেক রহমান শিক্ষা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন খাতে বিএনপির নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে তিনি তরুণদের মতামত শোনেন এবং তাদের উত্থাপিত নানা প্রশ্নের জবাব দেন।
এ সময় বিএনপি চেয়ারম্যান শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থানের দিকে মনোযোগী হওয়ার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তরুণদের উদ্ভাবনী শক্তি ও উদ্যোগই দেশের ভবিষ্যৎ উন্নয়নের প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেন তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬