|
প্রিন্টের সময়কালঃ ২০ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫ ০৩:৩৭ অপরাহ্ণ

গিলকে বাদ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের


গিলকে বাদ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের


ঘরের মাঠে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবার আগে দল ঘোষণা করেছে ভারত। সোমবার বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করে। ঘোষিত দলে জায়গা হয়নি ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক এবং টি–টোয়েন্টি দলের সহঅধিনায়ক শুভমন গিলের।
 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের প্রথম তিন ম্যাচে খেললেও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি গিল। শেষ ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ভালো করেন সানজু স্যামসন। বিশ্বকাপে তার ওপরই আস্থা রেখেছে নির্বাচকরা। অধিনায়ক সূর্যকুমার যাদবের সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন অক্ষর প্যাটেল।
 

বিশ্বকাপ স্কোয়াডে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে রাখা হয়েছে ইশান কিশানকে। সানজু স্যামসনের বিকল্প ব্যাটার ও বিকল্প উইকেটরক্ষক হিসেবে দলে থাকবেন তিনি। তবে জায়গা হয়নি উইকেটরক্ষক জিতেশ শর্মা ও ঋষভ পান্তের।
 

পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ। তার সঙ্গে দলে আছেন অর্শদীপ সিং ও হার্শিত রানা। পেস অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে হার্ডিক পান্ডিয়া ও শিভাম দুবেকে। স্পিন বিভাগে দুই লেগ স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর সঙ্গে অলরাউন্ডার হিসেবে আছেন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।
 

ফিনিশার ব্যাটার রিংকু সিং বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়লেও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাকে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট।
 

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি–টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী দিনে ভারতের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
 

ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপ দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সানজু স্যামসন, তিলক ভার্মা, হার্ডিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিশান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫