সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় ২৪ বাংলাদেশি আটক

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-
অবৈধভাবে সাগরপথে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করার সময় ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার রিও প্রদেশের দুমাই নৌ সদর দপ্তরের বিভাগ। পাশাপাশি ১৭ জন স্থানীয় ইন্দোনেশিয়ান নাগরিককেও আটক করা হয়েছে।
গত ৩০ নভেম্বর, শনিবার, বিকেলে দেশটির পেলিন্টুং সমুদ্র সৈকত থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন দুমাই নৌ সদর দপ্তরের কমান্ডার কর্নেল লৌত (পি) বয় ইয়োপি হামেল। তিনি জানান, “পেলিন্টুং সৈকতে অবৈধভাবে মানুষ পাচারের চেষ্টা চলছে এমন তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করি।”
গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির দেওয়া তথ্যমতে, পরে স্পিডবোটে করে দুটি দলকে সমুদ্রে পাঠানো হয়। এরপর মেদাং কাম্পাই দুমাই জেলার পেলিন্টুং সৈকতের উপকূল থেকে তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগ আনা হয়েছে এবং এই ঘটনায় তদন্ত চলছে। মানবপাচারের অভিযোগে দুই সন্দেহভাজনকে নৌ সদর দপ্তর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ১৭ জন ইন্দোনেশিয়ান নাগরিক এবং ২৪ বাংলাদেশি নাগরিককে দুমাইয়ের শ্রমিক সুরক্ষা কর্মকর্তা ও ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫