চিলমারীতে সারাদিনের বৃষ্টি জনজীবন বিপর্যস্ত।

নাজমুস সাকিব,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রামের চিলমারীতে রবিবার সকাল থেকে টানা বৃষ্টিতে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকেই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতে রাস্তাঘাট জলমগ্ন হয়ে যায়। উপজেলা শহরের বিভিন্ন এলাকা, হাট-বাজার ও গ্রামীণ সড়কগুলোতে পানি জমে চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
বৃষ্টির কারণে দিনমজুর, রিকশা ও ভ্যানচালকসহ নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। অনেকে কাজের সন্ধানে বের হলেও ভিজে ফিরে যেতে হয়েছে ঘরে। বিদ্যালয়গামী শিক্ষার্থীরাও দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয়রা জানান, অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে থাকে, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫