কক্সবাজারে ৪ থানার ওসিকে প্রত্যাহার

ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধি:-
প্রশাসনিক দায়িত্বে অবহেলার কারণে কক্সবাজারসহ চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে পুলিশ লাইনসে ন্যস্ত করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮ টার সময় কক্সবাজার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহর স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মধ্যে রয়েছেন কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান, টেকনাফ থানার ওসি ওসমান গনি, ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা ও রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।
কক্সবাজার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাকিল বলেন, প্রত্যাহার হওয়া ৪ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ফলে ৪ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগদান করবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫