|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০২:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৪ ০৫:৪৯ অপরাহ্ণ

দেশের সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন: তারেক রহমান


দেশের সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন: তারেক রহমান


ঢাকা প্রেস নিউজ
 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান, বলেছেন, ‘‘নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র ততই বাড়বে। মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তিসহ দেশের সব সংকট সমাধানের জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন।’’
 

শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
 

সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘‘আন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।’’
 

বিএনপির সংগ্রাম এখনও শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘‘নির্বাচনের পথ পিচ্ছিল হতে পারে, তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’’
 

নেতাকর্মীদের আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘‘আমাদের আচরণ হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী।’’
 

তারেক রহমান আরও বলেন, ‘‘যে দেশের রাজনীতি রুগ্ন, সে দেশের প্রতিটি প্রতিষ্ঠানও রুগ্ন। বিগত স্বৈরাচারী সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এগুলো পুনরায় জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য নাগরিকের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।’’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫