ওয়ানডে দল ঘোষণার খবর জানেন না সাকিব!

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজের জন্য দুই দিন আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত রবিবার ঘোষিত ১৫ সদস্যের এই দলে আছেন সাকিব আল হাসান। অথচ বিশ্বসেরা অলরাউন্ডারের দাবি, তিনি দল ঘোষণার খবর জানেনই না! আজ মঙ্গলবার একটি কফি শপ উদ্বোধনে গিয়ে সাকিব এই মন্তব্য করে বসেন।
ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সাকিবের বিরোধের খবর পুরনো। তাই বলে সাকিব দল ঘোষণার খবর জানবেন না, এটাও হতে পারে! রাজধানীর বনানীতে একটি কফি শপ উদ্বোধন করেন সাকিব। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আয়ারল্যান্ডের বিপক্ষে ঘোষিত দলটি কেমন হলো? জবাবে সাকিব বিস্মিত হয়ে বলেন, 'দল ঘোষণা হয়ে গেছে? কবে হয়েছে?'
সাকিবের মুখে এ কথা শুনে এবার সাংবাদিকদের অবাক হওয়ার পালা! বলেন কী বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক! তাকে পাল্টা প্রশ্ন করা হয়, দল ঘোষণা হয়েছে আপনি জানেন না? জবাবে সাকিব ফের বলেন, ‘আমি কোত্থেকে জানব! আমি আসলেই জানি না।’ সাকিবের এই বক্তব্য বিপুল বিস্ময়ের সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, তামিমের সঙ্গে বিরোধের কারণে তিনি কি ইচ্ছে করেই এ মন্তব্য করলেন?
উল্লেখ্য, ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামী ৯, ১২ ও ১৪ মে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল সেখানে পৌঁছবে ২ মে। এরপর ৫ মে একমাত্র প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। দলে নতুন মুখ বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ফিরেছেন শরীফুল ইসলাম। ইনজুরির কারণে নেই তাসকিন আহমেদ। এ ছাড়া নাসুম আহমেদের জায়গায় ফিরেছেন তাইজুল ইসলাম।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫