|
প্রিন্টের সময়কালঃ ০৮ মে ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মে ২০২৫ ০১:৫০ অপরাহ্ণ

কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে বাস থামিয়ে স্বর্ণ ব্যবসায়ীর টাকা লুট, গ্রেপ্তার ৫


কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে বাস থামিয়ে স্বর্ণ ব্যবসায়ীর টাকা লুট, গ্রেপ্তার ৫


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:-

 

ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ মে) রাতে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর বোডিং এলাকায় এই ঘটনা ঘটে। তবে পালানোর আগেই স্থানীয়দের সহায়তায় পাঁচ ভুয়া ডিবি সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বরিশালের গৌরনদী থানার রুবেল আহমেদ (৪০), কিশোরগঞ্জের দুলু মিয়া (৪৫), নেত্রকোনার উৎপল দেবনাথ (৪৬), শরিফুল ইসলাম (৩৮) এবং আরিফ হোসেন (৪২)। তাদের কাছ থেকে ডিবি ও র‌্যাব লেখা বিশেষ জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাফ এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
 

স্থানীয়রা জানান, 'নবকলি পরিবহন' নামে একটি যাত্রীবাহী বাস থামিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় অভিযুক্তরা। তারা ওই বাস থেকে স্বর্ণ ব্যবসায়ী সুমন সরকার (৪০) এবং অন্তর পাল ওরফে পার্থ (২৩)-কে জোরপূর্বক নামিয়ে টাকা ছিনিয়ে নেয়। এ সময় অন্যান্য যাত্রীদের কাছ থেকেও টাকা নেওয়া হয়। যাত্রীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি টের পান এবং পাঁচজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।
 

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫