|
প্রিন্টের সময়কালঃ ১৪ অক্টোবর ২০২৫ ০১:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ অক্টোবর ২০২৫ ০৩:৩৮ অপরাহ্ণ

৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের থানায় থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ


৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের থানায় থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ


সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম:-


 

চট্টগ্রাম মহানগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন,

“অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।”

তিনি আরও বলেন,
জামায়াতের ৫ দফা দাবি হলো—
১️⃣ জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন;
২️⃣ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে;
৩️⃣ সুষ্ঠু নির্বাচনের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা;
৪️⃣ গণহত্যার বিচার দৃশ্যমানভাবে বাস্তবায়ন;
৫️⃣ বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ভারতীয় তাঁবেদার ও ফ্যাসিবাদী শক্তির দোষীদের বিচার এবং বিচার চলাকালীন সময়ে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

তিনি এসব কথা বলেন সদরঘাট থানা জামায়াতের ২৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর কবির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা আমীর মুহাম্মদ আবদুল গফুর, থানা কর্মপরিষদ সদস্য শেখ মুহাম্মদ জসিম উদ্দিন, ওয়ার্ড সভাপতি ওমর ফারুক, সহসভাপতি ইমাম হোসেন এবং সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ।


খুলশী থানা জামায়াত

১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সেক্রেটারি মুহিবুল্লাহ চৌধুরী এবং সঞ্চালনা করেন কেএম জাবেদ
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আমান উল্লাহ আমান, মাস্টার জাহাঙ্গীর, মোমিনুল ইসলাম, এরশাদ খাননাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


ডবলমুরিং থানা জামায়াত

২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের উদ্যোগে চৌমুহনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর ইমরানুল হক
প্রধান অতিথি ছিলেন থানা আমীর ফারুক আজম
এতে বক্তব্য রাখেন থানা সহকারী সেক্রেটারি মুহাম্মদ সাইফুল ইসলাম, কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক এবং ওয়ার্ড সেক্রেটারি মাকসুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


কোতোয়ালী থানা জামায়াত

কোতোয়ালী থানার বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

  • ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড:
    নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম মহানগরীর শূরা সদস্য ও থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের। অংশ নেন ওয়ার্ড সেক্রেটারি শাহ কামাল হাসানসহ স্থানীয় নেতারা।

  • ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড:
    নেতৃত্ব দেন থানা নায়েবে আমীর আহমদ রশীদ আমু। উপস্থিত ছিলেন ওয়ার্ড আমীর মাস্টার নুরুল আমীন ও অন্যান্য নেতৃবৃন্দ।

  • ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড:
    গণসংযোগ পরিচালনা করেন থানা সেক্রেটারি মোস্তাক আহমদ। অংশ নেন ওয়ার্ড নেতা মাহবুবুর রহমান, মাঈনুদ্দিন খন্দকার ও সমাজসেবক ওয়াসি উদ্দিন আনসারী

  • ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড:
    সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী থানার সভাপতি হামিদুল ইসলাম

  • ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড:
    নেতৃত্ব দেন থানা সহকারী সেক্রেটারি আ.ন.ম জোবায়ের। উপস্থিত ছিলেন ওয়ার্ড আমীর ডা. মোহাম্মদ ইলিয়াস ও সমাজসেবক আশরাফ উদ্দিন আহমেদ জোবায়েরসহ স্থানীয় নেতারা।

  • ২১ নং জামাল খান ওয়ার্ড:
    গণসংযোগ পরিচালনা করেন থানা বায়তুল মাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফেরদাউস। অংশ নেন ওয়ার্ড সেক্রেটারি রোকন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • ৩১ নং আলকরন ওয়ার্ড:
    নেতৃত্ব দেন থানা শূরা সদস্য এইচ.এম. এমদাদ উল্লাহ। অংশ নেন ওয়ার্ড নায়েবে আমীর জামাল আহমদ, সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিন এবং ওয়ার্ড নেতা সরওয়ার কামাল, আবদুশ শাকুর প্রমুখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫